Road to Germany ( Student Visa ) | পর্ব-০৩

 



অফার লেটার পাওয়ার পরের কার্যক্রম (গুরুত্বপূর্ণ অধ্যায়)

দ্বিতীয় পর্বের পর থেকে...

১৫-৩০-৪০ দিন পর হঠাৎ করেই একদিন আপনার ইমেল এ নটিফিকেশন আসবে যে ইউ হ্যাভ এ নিউ ইমেল টু রিড।

আপনি দেখলেন যে আপনার বহুল কাঙ্ক্ষিত  ভার্সিটির কোর্স থেকে কাঙ্ক্ষিত ইমেলটি চলে এসেছে।

সেখানে আপনাকে অভিনন্দন জানিয়ে সাথে আরো কিছু তথ্যবহুল লেখা থাকবে। মনযোগ সহকারে পড়বেন। ইমেল গুলি রেখে দিবেন। ডিলিট করবেন না।

এখন আপনি নিশ্চিত যে আপনি অফার লেটার পেয়ে গিয়েছেন। এক্ষেত্রে তারা এই ইমেল এ শুধু লিখতে পারে যে পরবর্তী ইমেলের মাধ্যমে আপনাকে ডিটেইল জানিয়ে দেওয়া হবে।

অথবা আপনার অফার লেটার এর একটা পিডিএফ আপনাকে তারা এটার সাথেই এটাচ ফাইল হিসেবে দিয়ে দিবে।

অথবা তারা আপনাকে একটা  পোর্টালের লিংক এবং পাসওয়ার্ড দিবে। সেখানে গিয়ে আপনার কিছু তথ্য সাবমিট করবেন এবং সেখানে আপনার অফার লেটারের কপি সাথে আরো কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস দেওয়া আছে। সেই অফার লেটার এ আপনার সাব্জেক্ট নেম-কোন সেমিস্টার-কবে এনরোলমেন্ট এর লাস্ট ডেট সব কিছু জানিয়ে দেওয়া হবে।

ধরুন এবার আপনি অনলাইন এ এনরোল হবেন-তাহলে তাদের পোর্টালে এনরোলমেন্ট বাটন আছে বা প্রসিডিওর আছে সেখানে জানাতে হবে।

এবার তারা আপনাকে এনরোলমেন্ট ফি জমা দেওয়ার জন্য পেমেন্ট ডিটেলস দিবে। আর আপনার কাছ থেকে এক্সট্রা কোন ডকুমেন্ট দরকার হলে চেয়ে নিবে।

আপনার কাজ হলো তাদেরকে এনরোলমেন্ট ফি পাঠিয়ে দেওয়া। এটা পাঠাতে আপনাকে বাংলাদেশ এর ব্যাংক এ স্টুডেন্ট ফাইল ওপেন করতে হবে। তারপর সেই ফাইলের বিপরীতে এনরোলমেন্ট ফি পাঠাতে পারবেন অথবা আপনি আপনার পরিচিত জনের মাধ্যমে যিনি ইউরোপ এ থাকেন তার মাধ্যমে ফি  ব্যাংক ট্রান্সফার করে দিতে পারবেন। এক্ষেত্রে কার্ড ব্যাবহার করা হয়না বা যায়না।

এই এনরোলমেন্ট এর জন্য ভার্সিটি আপনার কাছে হেলথ ইন্সুরেন্স পেপার চাইবে।

আপনি যদি ৩০ বছরের নীচে হোন তাহলে আপনি জার্মান পাব্লিক ইন্সুরেন্স এর আওতায় পরবেন।

এক্ষেত্রে আপনি কোরাকল প্রাইমকে বেছে নিতে পারেন। এখানে ব্লক একাউন্ট খোলার জন্য মনস্থির করলে এখান থেকে পাব্লিক  হেলথ ইন্সুরেন্স নিতে পারবেন।

প্রাথমিকভাবে পাব্লিক হেলথ ইন্সুরেন্স নিতে কোন প্রকার টাকা দিতে হয়না বা ব্লক মানি ট্রানফারের দরকার নেই।

শুধুমাত্র আপনার সকল নির্ভুল তথ্য আর কিছু ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই আপনার কাজ শেষ।

ওনারা আপনাকে কনফার্মেশন ইমেল দিবে সাথে ইন্সুরেন্স পেপার দিয়ে দিবে এবং সেই সাথে আপনার ভার্সিটির নির্দিষ্ট কোর্সে আপনার ইন্সুরেন্স পেপার ইলেকট্রনিকলি পাঠিয়ে দিবে।

বলে  রাখা ভালো-কোরাকল প্রাইমে আপনি ব্লক একাউন্ট+পাব্লিক হেলথ ইন্সুরেন্স+ট্রাভেল ইন্সুরেন্স এক প্যাকেজেই পেয়ে যাবেন।

কোরাকল প্রাইমের লিংক: Click here
  

কোরাকল প্রাইমে কীভাবে একাউন্ট ওপেন করবেন তার ভিডিও গাইডলাইন:
Video link

(কোরাকল ব্যাসিক এবং প্রাইম ভিন্ন এটা মনে রাখবেন)

এনরোলমেন্ট ফি এবং ইনসুরেন্স পেপার পেয়ে গেলে ভার্সিটি আপনার এনরোলমেন্ট প্রসেস কম্পলিট করে আপনাকে স্টুডেন্ট হিসেবে এক্সেপ্ট করে নিয়ে সকল প্রকার পেপারস পাঠিয়ে দিবে। সাথে এনরোলমেন্ট সার্টিফিকেটও পাঠিয়ে দিবে।

যত্ন করে রেখে দিবেন আর ভার্সিটির পোর্টালে এবং ভার্সিটি থেকে আসা ইমেল এ গভীর নজর রাখবেন।

আর আপনার বয়স যদি ৩০ এর উপর হয় তাহলে আপনি প্রাইভেট ইন্সুরেন্স এর আওতায় পরবেন। এক্ষেত্রে কোরাকল প্রাইম এক প্যাকেজ এ আপনাকে সহজ সমাধান দিতে পারবেনা যেমনটা আন্ডার ৩০ দেরকে দেয়।

সেহেতু আপনাকে সহজ পথে যেতে হলে বেছে নিতে হবে ফিন্টিবা প্লাস। ওনারা আপনাকে এক প্যাকেজেই সহজ সমাধান দিবে।

আপনি ৩০+ হওয়ার কারনে আপনাকে প্রাইভেট ইন্সুরেন্স বেছে নিতে হবে। ফিন্টিবা প্লাসে আপনি ব্লক একাউন্ট+প্রাইভেট হেলথ ইন্সুরেন্স+ট্রাভেল ইন্সুরেন্স এই তিনটা এক সাথেই পেয়ে যাবেন।

ফিন্টিবা প্লাসের লিংক: Click here


এনরোলমেন্ট এর বাকী প্রসেস পূর্বে বলা তথ্যের মতই।

পরবর্তী পর্বে ব্লক একাউন্ট এর জন্য স্টুডেন্ট ফাইল ওপেন+ভিসা এপ্লিকেশন ফর্ম পূরণ+ডক সাবমিশনের জন্য কীভাবে ফাইল সাজাবেন তার সকল তথ্য থাকবে।


© Mahbubur Rahman