ভিসা এপ্লিকেশন ফর্ম
ডক সাবমিশন
প্রথম থেকে চতুর্থ পর্বে অফার লেটার পেয়ে গিয়েছেন, এনরোল হয়ে গিয়েছেন, হেলথ ও ট্রাভেল ইন্সুরেন্স করে ফেলেছেন এবং শেষ ধাপ হিসেবে ব্লক একাউন্ট ওপেন করে টাকা ট্রান্সফারও করে দিয়েছেন। হাতে পেয়ে গিয়েছেন কনফার্মেশন পেপারস এবং ব্লক ডকুমেন্টস।
তাহলে এবার আপনার পালা হলো : ভিসা এপ্লিকেশন ফর্ম পূরণের।
এম্বাসির ওয়েবসাইট এ ভিসা এপ্লিকেশন ফর্ম পূরণের লিংক আছে। সেখানে সকল তথ্য দিয়ে নির্ভুল ভাবে ফর্ম পূরণ করে ডাউনলোড করে প্রিন্ট করে সাক্ষর করে নিবেন। সাক্ষরের সাথে তারিখ দিতে ভুলবেন না কেমন। তারপর স্কেন করে পিডিএফ করে নিবেন।
জার্মান এম্বাসির ওয়েবসাইট ভিসা সেকশন: Click here
ভিসা এপ্লিকেশন ফর্ম পূরণের লিংক : Click here
ভিসা এপ্লিকেশন ফর্ম পূরণের ভিডিও গাইডলাইন: Video link
ডক সাবমিশন: মনে আছে প্রায় ১৪-১৫-১৬-১৭ মাস আগে আপনি এম্বাসির ওয়েবসাইটে এপয়েন্টমেন্ট রেজিস্ট্রেশন করেছিলেন। এম্বাসি হঠাৎ করেই একদিন আপনাকে ভিসা এপ্লিকেশন চেকলিস্ট অনুযায়ী ইমেইল এ ডকুমেন্টস সাবমিশন করার জন্য ইমেইল করে জানাবে।
আপনার কাজ হলো এই ডকুমেন্টস সাবমিশন মেইল পাওয়ার পূর্বেই আপনাকে চেকলিস্ট অনুযায়ী সিরিয়াল করে সকল ফাইল পিডিএফ করে একটা পিডিএফ ফাইল তৈরি করে রাখা। এই পিডিএফ ফাইলের সাইজ ১০MB এর বেশি হওয়া যাবেনা। না। না।
এরপর যখন ডকুমেন্টস সাবমিশন মেইল পাবেন তখন যত তাড়াতাড়ি সম্ভব সেই ইমেলের রিপ্লাই এ আপনার ডকুমেন্টস সাবমিট করে দেওয়া।
আপনাকে এম্বাসি থেকে ডকুমেন্টস সাবমিট করার জন্য যে ইমেল করা হবে সেই ইমেলের রিপ্লাই এ ডকুমেন্টস সাবমিট করতে হবে।
মনে রাখতে হবে যে আপনাকে মাত্র ১ সপ্তাহ=৭ দিন= ৭*২৪ ঘন্টা সময় দেওয়া হবে। এর মধ্যেই আপনাকে ডকুমেন্টস সাবমিট করতে হবে।
নতুন চেকলিস্ট ছবিতে দেওয়া আছে
ডকুমেন্টস সাবমিশন ইমেল এ কি লেখা থাকে তাও নীচের ছবি গুলিতে দেওয়া আছে।
হয়ে গেলো ডকুমেন্টস সাবমিশন।
এম্বাসি আপনার ডকুমেন্টস পরীক্ষা নীরিক্ষা করে সব ওকে পেলে আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকবে।
পরবর্তী পর্বে থাকবে ইন্টারভিউ এবং পাসপোর্ট কালেকশন মেইল নিয়ে কথা।